চোটে পড়ে কমপক্ষে তিন মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে ছিটকে গেলেন বেন স্টোকস। বাম পায়ে অস্ত্রোপচারের প্রয়োজন হয়ে পড়েছে ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের।
এ বছরের জুলাইয়ে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন বেন স্টোকস। বার্মিংহামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই টেস্টের পর ইংল্যান্ডের জার্সি আর পরা হয়নি তাঁর। ইংল্যান্ড ছেড়ে সুদূর পাকিস্তানে এলেও অপেক্ষা ফুরোয়নি এই তারকা ক্রিকেটার।
ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক—বেঞ্জামিন অ্যান্ড্রু স্টোকস। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ের অল্প কিছু দিন পরই সরে যান সাদা বলের ক্রিকেট থেকে। পুরোপুরি মনোনিবেশ করেন টেস্ট ক্রিকেটে। কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে লাল বলের অধিনায়ক স্টোকসের জুটিও বেশ জমেছে।
শেষ পর্যন্ত আশঙ্কাটাই সত্যি হলো। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারছেন না বেন স্টোকস। ছিটকে যাওয়া স্টোকসের পরিবর্তে ইংল্যান্ডকে এখন নেতৃত্ব দেবেন ওলি পোপ।